আরও মজবুত হবে ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সম্পর্ক ! ভারতীয় নৌবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার সেনাপ্রধান

আরও মজবুত হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক।

author-image
Debjit Biswas
New Update
GyFA7alWwAAEECY

INDIA AUSTRALIYA

নিজস্ব সংবাদদাতা : ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করার লক্ষ্যে, অস্ট্রেলিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্ট আজ ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠীর সঙ্গে, নৌ সদর দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। এই বৈঠকে উভয়েই, দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে নানান আলোচনা করেন।

GyFA8knWEAAJCkP
INDIA AUSTRALIYA

তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল স্থল, জল এবং আকাশ,সব ক্ষেত্রেই ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সহযোগিতাকে বাড়িয়ে তোলা। এই বৈঠকটি সামরিক মহড়া, তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগের মতো বিষয়গুলিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।