পুজোর নামে মানুষের কাছ থেকে নিত টাকা,'সিদ্ধ পুরুষ' নামে খ্যাত ছিল মাঙ্গত সিং ! পাক চর সম্পর্কে সামনে এল চমকপ্রদ তথ্য

কি জানা গেল এই গুপ্তচর সম্পর্কে ?

author-image
Debjit Biswas
New Update
ISI

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান-এর ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের আলওয়ারের বাসিন্দা মাঙ্গত সিং-কে। এরপর আজ ধৃত মাঙ্গত সিং-কে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে (পুলিশ কাস্টডি) থাকার নির্দেশ দিয়েছে আদালত। আর এবার এই ধৃত মাঙ্গত সিং সম্পর্কে বেশকিছু চমকপ্রদ তথ্য জানালেন বিশেষ সরকারি কৌঁসুলি সুদেশ কুমার। 

তিনি বলেন,''মাঙ্গত সিং-কে নজরদারিতে রাখার পর পুলিশ জানতে পারে যে তিনি একজন পাকিস্তানি আইএসআই (ISI) এজেন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। ওই এজেন্টের নম্বরটি মাঙ্গত সিং তাঁর ফোনে 'ঈশা শর্মা' এবং 'ঈশা বস' নামে সংরক্ষণ করে রেখেছিলেন। তদন্তে জানা যায়, মাঙ্গত সিং ভারতের বেশকিছু সংবেদনশীল ও কৌশলগত তথ্য পাকিস্তানে পাচার করেছেন। তাঁর অ্যাকাউন্টে ৮,০০০ টাকা এবং ১,৫০০ টাকা-র মতো বেশকিছু আর্থিক লেনদেনের প্রমাণও মিলেছে। এছাড়া পুলিশ অন্যান্য লেনদেনগুলিও খতিয়ে দেখছে।''

isi.jpg

এরপর তিনি বলেন,''গতকাল (বৃহস্পতিবার) অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-এর অধীনে মাঙ্গত-কে গ্রেপ্তার করা হয়। মাঙ্গত সিং আলওয়ার এলাকায় একজন 'সিদ্ধ পুরুষ' হিসেবে পরিচিত ছিলেন এবং পূজা-অর্চনার নামে মানুষের কাছ থেকে জোর করে টাকা নিতেন।''