/anm-bengali/media/media_files/wrRTnGbqEAihxMpA1K59.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত উপমুখ্যমন্ত্রী এম পি প্রকাশের (M P Prakash) মেয়ে লতা মল্লিকার্জুন (Lata Mallikarjun), নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি কংগ্রেসে (Congress) যোগ দিয়েছেন। লতা মল্লিকার্জুন ২৪ মে অনুষ্ঠিত কংগ্রেস আইনসভার বৈঠকে তার সদস্যপদ গ্রহণ করেছেন। বিধায়ক নির্বাচনে বিজেপি (BJP) প্রার্থী করুণাকর রেড্ডিকে ১৩,৮৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া লতার প্রবেশকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস থেকে টিকিট না পাওয়ায় লতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কংগ্রেস ২২৪ টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫ টি আসনে জয় লাভ করে কর্ণাটকে সরকার গঠন করেছে।