/anm-bengali/media/media_files/2025/09/20/screenshot-2025-09-20-444-pm-2025-09-20-16-28-02.png)
নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ফের একবার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন। বৈশালিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সবাই জানে, গতবার শুধু ভোট চুরি হয়নি, আমাদের বেশ কয়েকটি আসনও সরাসরি চুরি হয়ে গিয়েছিল। সরকার তৈরি হয়ে যাচ্ছিল, কিন্তু ষড়যন্ত্র করে তা আটকানো হয়। এবার আমরা কোনো অসততা হতে দেব না। এবারের ভোটে আমরা সরকার গঠন করবই।”
/anm-bengali/media/post_attachments/46cb26a5-01d.png)
তিনি দাবি করেন, এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তাঁর কথায়, “মানুষ নিজ চোখে দেখেছে কীভাবে নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করে। চণ্ডীগড়ে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত হয়েছিল, আর সেই সময় থেকেই নির্বাচন কমিশন সিসিটিভি বন্ধ করে দিয়েছে। তারা বলছে, এতে নাকি মায়েদের ও বোনেদের গোপনীয়তা নষ্ট হচ্ছে। এ কেমন যুক্তি? সবাই জানে, নির্বাচন কমিশন এখন বিজেপির একটি সেল হয়ে কাজ করছে।”
#WATCH | Vaishali, Bihar: RJD leader Tejashwi Yadav says, "Everyone knows that last time there was not only vote chori but some of our seats were also stolen. The government was already being formed last time. But this time we will not allow dishonesty and this time we will form… pic.twitter.com/a8Ik68vA1S
— ANI (@ANI) September 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us