আসামে শেষযাত্রা: প্রয়াত গায়ক জুবিন গার্গের মরদেহ গুয়াহাটিতে পৌঁছাল

প্রয়াত গায়ক জুবিন গার্গের মরদেহ গুয়াহাটিতে পৌঁছাল।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-21 10.14.32 AM

নিজস্ব সংবাদদাতা: আসামের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গের মরদেহ আজ তাঁর নিজ বাসভবনের পথে আনা হলো। গায়ককে বহনকারী হার্স ভ্যান যখন শহরের পথে নামে, তখন হাজার হাজার ভক্ত শেষবারের মতো প্রিয় শিল্পীকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন গার্গ। মাত্র ৫২ বছর বয়সেই তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা আসাম, উত্তর-পূর্ব ভারত তথা সংগীতপ্রেমী মহল।

সরকারি সূত্রে জানানো হয়েছে, শিল্পীর মরদেহ সারুসাজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হবে। সেখানে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সকাল থেকেই ওই স্টেডিয়ামে প্রবল ভিড় জমতে শুরু করেছে। পরিবার, সহকর্মী, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেই শিল্পীর প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করবেন।

আসামের মুখ্যমন্ত্রী ও একাধিক বিশিষ্ট ব্যক্তি ইতিমধ্যেই জুবিন গার্গের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুবিন গার্গ শুধু আসামের নয়, সমগ্র ভারতের গর্ব ছিলেন। তাঁর অবদান উত্তর-পূর্বাঞ্চলের সংস্কৃতি ও সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে।