কিভাবে প্রতিশোধ নিতে হয় আমাদের জানা আছে ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিলেন লস্কর-ই-তৈবার কমান্ডার সইফুল্লাহ কাসুরি

প্রধানমন্ত্রীকে হুমকি দিল লস্কর।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-17 at 8.11.37 PM

KASURI

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের বাহাওয়ালপুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতকে প্রকাশ্যে হুমকি দিলেন লস্কর-ই-তৈবা (LeT)-এর কমান্ডার সইফুল্লাহ কাসুরি। তিনি বলেন,"অবশ্যই আমরা এখন কঠিন সময়ের মধ্যে আছি, কিন্তু আমাদের মনোবল একেবারেই চাঙ্গা। আমরা আমাদের মানুষের জন্য রেশমের মতো নরম হলেও, কিন্তু শত্রুদের জন্য আমরা কতটা কঠিন হতে পারি তা বর্ণনা করা সম্ভব নয়।"

Modi

এরপর তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, "নরেন্দ্র মোদি,আপনি কান খুলে ভালো করে শুনুন এবং আপনার ওই নিষ্ঠুর সমাজকেও জানিয়ে দিন, সেই সময় এখন খুব কাছাকাছি এসে গেছে, যখন আপনাদের নদী, আপনাদের বাঁধ, পুরো জম্মু ও কাশ্মীর এবং আরও অনেক কিছু আমাদের হবে।"

তিনি আরও বলেন,"আপনারা আপনাদের কর্মের ফল ভোগ করতে বাধ্য হবেন। আমরা খুব ভালোভাবে জানি কীভাবে পাকিস্তান এবং তার জনগণকে রক্ষা করতে হয় এবং কিভাবে আমাদের শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নিতে হয়, সেটাও আমরা জানি।"