নিজামুদ্দিন দরগায় ধস, হত ৫

ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: দরগা প্রাঙ্গণে একটি ঘরের ছাদ ধসে বিপত্তি। নিজামুদ্দিন এলাকায় হুমায়ুনের সমাধির কাছে অবস্থিত দরগা শরীফ পাট্টে শাহে এদিন খবর পাওয়ার পরই এনডিআরএফ কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরাও উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। এখনও পর্যন্ত, ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে।

দরগা শরীফ পাট্টে শাহ প্রাঙ্গণে ছাদ ধসের ঘটনা সম্পর্কে জয়েন্ট সিপি সঞ্জয় জৈন এদিন বলেন, "১০ জনকে উদ্ধার করে এইমস ট্রমা সেন্টার এবং এলএনজেপিতে পাঠানো হয়েছে। ১০ জনের মধ্যে এইমস ট্রমা সেন্টারে ৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে"।