ক্ষীর গড়ে ভূমিধ্বস: উদ্ধারকাজে সেনা তৎপরতা

উত্তরাখণ্ডে ভূমিধ্বস: ক্ষীর গড়ে বিপর্যস্ত পরিস্থিতিতে উদ্ধারকাজে নেতৃত্বে কর্নেল হর্ষবর্ধন।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের ক্ষীর গড়, ধরালি অঞ্চলে ভয়াবহ ভূমিধ্বসের পর ১৪ রাজরিফের কমান্ডিং অফিসার কর্নেল হর্ষবর্ধনের নেতৃত্বে ১৫০ জন সেনা সদস্য উদ্ধার ও ত্রাণকার্যে নিযুক্ত রয়েছেন।

Accident

বাহিনীর বেসক্যাম্প ক্ষতিগ্রস্ত হলেও এবং ১১ জন সেনা সদস্য নিখোঁজ থাকার আশঙ্কা সত্ত্বেও বাহিনী অটল মনোবলে কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, আরও সেনা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।