ভূমিধসের প্রভাব পড়লো রেলপথেও

বন্ধ হয়ে গেছে দাত কালী মন্দিরের কাছের রেলপথ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloudburst-in-uttarkashi

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের ভূমিধসের প্রভাব পড়েছে বিস্তৃর্ণ এলাকা জুড়ে। যত সময় যাচ্ছে সেই প্রভাবগুলি চোখের সামনে আসছে। এই ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে দাত কালী মন্দিরের কাছের রেলপথ। এদিন সকাল থেকে প্রশাসনকে দেখা গেল রেলপথ পরিষ্কারের কাজে হাত লাগাতে।