৬০০ কোটি টাকার কেলেঙ্কারি! সরব BJP

বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, লালু যাদব ও রাবড়ি দেবীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিবিআই।

author-image
SWETA MITRA
New Update
bjp bihar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারিতে গোটা লালু পরিবার সমস্যায় পড়েছে। আরজেডি প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ইতিমধ্যে এই মামলায় তদন্তের মুখোমুখি হয়েছেন। এখন সিবিআই এই তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

এদিকে আরজেডিপ্রধানলালুযাদব, রাবড়িদেবীএবংতেজস্বীযাদবেরনামসিবিআই-এরচার্জশিটেউল্লেখকরাপ্রসঙ্গে এবার সরব হলেনবিজেপিনেতাশেহজাদপুনাওয়ালা (Shehzad Poonawalla)। তিনিবলেছেন, "এই তিনজন রবিন হুডের একদম বিপরীত।রবিন হুডধনীদের থেকে জিনিসপত্রলুটকরতএবংদরিদ্রদেরভরণপোষণকরত।কিন্তু এরা তিনজন রবিন হুডের একেবারেবিপরীত। এই দুর্নীতিগ্রস্ত পরিবারটিপ্রথমেদরিদ্রদেরলুটকরে, তাদেরজমিঅধিগ্রহণকরে। এই লালু পরিবার ৬০০কোটিটাকারকেলেঙ্কারিতেলিপ্ত।“