“লালু প্রসাদের পরিবার চুরি-দুর্নীতির প্রতীক”— কটাক্ষ সম্রাট চৌধুরীর

“বিহারের মানুষ বুঝে গেছে, উন্নয়ন নয়— লুটপাটই লালু পরিবারের লক্ষ্য” বললেন উপমুখ্যমন্ত্রী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2



নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র আক্রমণ শানালেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারকে নিশানা করে বলেন, “লালু প্রসাদের পরিবার দুর্নীতি ও চুরির জন্যই পরিচিত। তাই আমি বলেছি— বিহারের মানুষ লালু প্রসাদকে ‘চোর’ হিসেবেই জানে।”

উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লালু যাদব যখন দেশের রেলমন্ত্রী ছিলেন, তখন চাকরির বিনিময়ে জমি নেওয়ার প্রথা শুরু হয়। তিনি বলেন, “বিহার ১৫ বছর ধরে লালু প্রসাদের পরিবারকে ক্ষমতায় রেখেছিল, কিন্তু তখন মাত্র ৯৪ হাজার মানুষ সরকারি চাকরি পেয়েছিল। অথচ নীতীশ কুমারের আমলে ১৮.৫ লক্ষ মানুষ সরকারি চাকরিতে যোগ দিয়েছেন।”

সম্রাট চৌধুরীর বক্তব্য অনুযায়ী, নীতীশ সরকারের আমলে বিহার উন্নয়নের পথে এগিয়েছে— “একদিকে এমন সরকার আছে যারা কাজ করে, উন্নয়ন ঘটায়, ভালো রাস্তা তৈরি করে, আর অন্যদিকে আছে এমন পরিবার যারা কেবল লুটপাট ও অপরাধে লিপ্ত।”

তিনি আরও বলেন, “ঘোষণাপত্র থেকেই বোঝা যায়, কে কী চায়, কত বাজেট লাগবে, কীভাবে তা বাস্তবায়িত হবে। শুধু মুখে বললেই জনগণ আর বিশ্বাস করবে না। এখন বিহারের মানুষ সব বুঝে গেছে।”