/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র আক্রমণ শানালেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারকে নিশানা করে বলেন, “লালু প্রসাদের পরিবার দুর্নীতি ও চুরির জন্যই পরিচিত। তাই আমি বলেছি— বিহারের মানুষ লালু প্রসাদকে ‘চোর’ হিসেবেই জানে।”
উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লালু যাদব যখন দেশের রেলমন্ত্রী ছিলেন, তখন চাকরির বিনিময়ে জমি নেওয়ার প্রথা শুরু হয়। তিনি বলেন, “বিহার ১৫ বছর ধরে লালু প্রসাদের পরিবারকে ক্ষমতায় রেখেছিল, কিন্তু তখন মাত্র ৯৪ হাজার মানুষ সরকারি চাকরি পেয়েছিল। অথচ নীতীশ কুমারের আমলে ১৮.৫ লক্ষ মানুষ সরকারি চাকরিতে যোগ দিয়েছেন।”
সম্রাট চৌধুরীর বক্তব্য অনুযায়ী, নীতীশ সরকারের আমলে বিহার উন্নয়নের পথে এগিয়েছে— “একদিকে এমন সরকার আছে যারা কাজ করে, উন্নয়ন ঘটায়, ভালো রাস্তা তৈরি করে, আর অন্যদিকে আছে এমন পরিবার যারা কেবল লুটপাট ও অপরাধে লিপ্ত।”
তিনি আরও বলেন, “ঘোষণাপত্র থেকেই বোঝা যায়, কে কী চায়, কত বাজেট লাগবে, কীভাবে তা বাস্তবায়িত হবে। শুধু মুখে বললেই জনগণ আর বিশ্বাস করবে না। এখন বিহারের মানুষ সব বুঝে গেছে।”
#WATCH | Patna, Bihar: Deputy CM Samrat Choudhary says, "Lalu Prasad's family is known for corruption and theft; that is why I said that people of Bihar consider Lalu Prasad a thief only... When he became the Rail Minister of the country, he started taking land in exchange for a… pic.twitter.com/RomjP2SKp1
— ANI (@ANI) October 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us