আরজেডি প্রতিষ্ঠা দিবসে আবেগঘন লালু প্রসাদ, রাবড়ী দেবীকে কৃতজ্ঞতা

কি বললেন লালু প্রসাদ?

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-05 4.54.03 PM

নিজস্ব সংবাদদাতা: আরজেডি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাটনায় আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন ভাষণে দলীয় প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেন, “আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন, আমরা আপনাদের নিরাশ করব না।”

তিনি এদিন স্ত্রী রাবড়ী দেবীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, “রাবড়ী শুধু আমাকে নয়, আমাদের পরিবার ও দলকেও যেভাবে সামলে রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।” দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে লালুর ভাষণ ছিল আত্মবিশ্বাসে ভরপুর ও সংগঠনের প্রতি প্রতিশ্রুতিপূর্ণ।