/anm-bengali/media/media_files/2025/07/05/screenshot-2025-07-05-pm-2025-07-05-16-54-16.png)
নিজস্ব সংবাদদাতা: আরজেডি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাটনায় আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন ভাষণে দলীয় প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেন, “আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন, আমরা আপনাদের নিরাশ করব না।”
তিনি এদিন স্ত্রী রাবড়ী দেবীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, “রাবড়ী শুধু আমাকে নয়, আমাদের পরিবার ও দলকেও যেভাবে সামলে রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।” দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে লালুর ভাষণ ছিল আত্মবিশ্বাসে ভরপুর ও সংগঠনের প্রতি প্রতিশ্রুতিপূর্ণ।
#WATCH | At the RJD Foundation Day celebration in Patna, former Bihar CM and the party's president Lalu Yadav says, "...You people have shown belief in us and we will not let you down... I thank Rabri Devi for taking care of me, our family and also the party..." pic.twitter.com/vjvvMZqqFm
— ANI (@ANI) July 5, 2025