/anm-bengali/media/media_files/RsjO6KkXnKuyngJRccsh.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃতৃণমূলের দিল্লি অভিযানে নতুন করে বিপত্তি। প্রথমে ট্রেন বাতিলের অভিযোগ তুলেছিল তৃণমূল। এবার অভিযোগ, বিমান বাতিলের। রবিবার বিমানে রাজধানী রওনা হওয়ার কথা ছিল তৃণমূলের একাধিক নেতা নেত্রীর। আচমকাই তাঁরা জানতে পারেন, উড়ান বাতিল করা হয়েছে। রবিবার সন্ধ্যা পৌনে সাতটার বিমান বাতিল করা হয়েছে। বিমান সংস্থার দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাতিল করা হয়েছে। যদিও তৃণমূল নেতাদের অভিযোগ, এই বিমানে শতাধিক নেতা কর্মীর দিল্লি যাওয়ার কথা ছিল। তাই ওই বিমান বাতিল করা হল।
#WATCH | Ahead of TMC worker's protest in Delhi, Party State General Secretary Kunal Ghosh says, "After denying permission for train, now flights are being cancelled. BJP is scared of TMC...Another petty attempt to stop us by the BJP...We condemn this..." pic.twitter.com/QJ0qX7qOtM
— ANI (@ANI) September 30, 2023
এই বিষয়ে তৃণমূল দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ট্রেনের অনুমতি না দেওয়ার পর এখন ফ্লাইট বাতিল করা হচ্ছে। বিজেপি টিএমসিকে ভয় পায়। বিজেপি আমাদের থামানোর আরেকটি ক্ষুদ্র প্রয়াস করেছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us