প্রধানমন্ত্রীর মধ্যে ‘জমিদার’কে খুঁজে পেলেন কুণাল ঘোষ!

প্রধানমন্ত্রীর সফর নিয়েই কটাক্ষের সুর শোনা গেল কুণাল ঘোষের কথায়।

New Update
GIMz1dxWMAEk1kC.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসাম সফরের মাঝেই এখানে খানিক্ষণ একান্তে সময় কাটান তিনি। সেখানে কাটানো সুন্দর মুহুর্তের ছবিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি নিজেই। আর এবার প্রধানমন্ত্রীর সেই সফর নিয়েই কটাক্ষের সুর শোনা গেল কুণাল ঘোষের কথায়।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে মোদির একটি ছবি দিয়ে কুণাল ঘোষ লিখেছেন, “সম্পূর্ণ প্রদর্শনে প্রধানমন্ত্রীর জমিদারি মনোভাবই ধরা পড়ছে। বাংলা সফরের আগে, তিনি আসামে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে গত ২ বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দেওয়ায় বাংলার মানুষ কষ্ট পাচ্ছে”।

GINUsa2WgAEpNIp.jpg

“প্রধানমন্ত্রী ব্যক্তিগত বিমানে বিশেষ রাইড উপভোগ করেন এবং হাতির পিঠে চড়েও ঘুরে বেড়ান। কিন্তু উত্তরবঙ্গের ভাই, বোন এবং সাধারণ মানুষের জন্য আমাদের ট্রেন বাতিল করেন, যারা কিনা - দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার থেকে আসছিলেন। তাঁদের ব্রিগেডে আসতে বাধা দেওয়া হল এই ভাবে। এটা জমিদারি মনোভাব ছাড়া আর কিছুই নয়। তাই আমরা এদেরকে ‘বাংলা বিরোধী’ ও ‘বহিরাগত’ বলি”।

 

GINULmyWEAAyNn9.jpg

Add 1

স্ব

স