খতম একের পর এক জঙ্গি, বড় সাফল্য সেনার

কাশ্মীরে ফের নিকেশ একের পর এক জঙ্গি।

author-image
SWETA MITRA
New Update
terro.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরে আবারও একবার বড় সাফল্য পেল ভারতীয় সেনা। কুলগাম এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানালো কাশ্মীর জোন পুলিশ। এনকাউন্টারস্থল থেকে নিহত জঙ্গিদের দেহ উদ্ধার করা হচ্ছে। তল্লাশি অভিযান এখনও চলছে বলে খবর।