তথ্য গোপন করার চেষ্টা করছে DMK ! বড় দাবি করেন কোভাই সত্যন

কি বললেন কোভাই সত্যন ?

author-image
Debjit Biswas
New Update
MK Stalinq.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে.স্টালিনের, বিদেশ সফরের মাধ্যমে রাজ্যে আনা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) নিয়ে 'শ্বেতপত্র' প্রকাশের দাবি জানালো এআইএডিএমকে (AIADMK)। এই বিষয়ে ডিএমকে (DMK) কোনও স্পষ্ট উত্তর দিতে পারছে না বলে অভিযোগ করেছেন এআইএডিএমকে-র জাতীয় মুখপাত্র কোভাই সত্যন।

stalin

তিনি বলেন,''মুখ্যমন্ত্রী স্টালিনের বিদেশ সফরের মাধ্যমে রাজ্যে যে পরিমাণ এফডিআই এসেছে, সে বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে। কিন্তু ডিএমকে এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকছে। ডিএমকে সরকার এই বিষয়ে তথ্য গোপন করার চেষ্টা করছে এবং এর থেকেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আসল উদ্দেশ্য কখনোই বিনিয়োগ আকর্ষণ করা ছিল না।"