/anm-bengali/media/media_files/x7JkG1bFqNnihC0OE2oB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় ডানার কারণে ওড়িশার কোনার্ক মন্দির 24 এবং 25 অক্টোবর বন্ধ থাকবে।
/anm-bengali/media/post_attachments/somewherein/pictures/axamulalom/axamulalom-1498705168-52d320a_xlarge.jpg)
আজ সকাল পর্যন্ত, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় তীব্র হয়ে উঠেছে, গত ছয় ঘণ্টায় 18 কিলোমিটার/ঘন্টা বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে। . আবহাওয়া ব্যুরো অনুসারে ঘূর্ণিঝড় ডানা 25 অক্টোবরের প্রথম দিকে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে 100-110 কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ নিয়ে 120 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ো হাওয়া অতিক্রম করবে।
আগামী ২৫ তারিখ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ' দানা '। জানা গিয়েছে বৃহস্পতিবার পুরী ও সাগর দ্বীপের মাঝে আছড়ে এই আবহেই আজ ২৩ তারিখ থেকে আগামী ২৫ তারিখ পর্যন্ত ১৪টি জেলায় সব স্কুল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা প্রশাসনের তরফে। এছাড়াও, পুরীর সমুদ্র সৈকতের আশপাশে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা থাকেন তাদেরও অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। পুরীর পর্যটকদেরও ইতিমধ্যে নিজের নিজের জেলায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। একাধিক দূরপাল্লার ট্রেনও হয়ে গেছে বাতিল। আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ট্রেন চলাচলে থাকবে সমস্যা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us