ফের মাঝ আকাশে বিমান বিভ্রাট ! জরুরি অবতরণে বাধ্য হল গুয়াহাটি-কলকাতা রুটের বিমান

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার মাঝ আকাশে প্রযুক্তিগত কিছু ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হল গুয়াহাটি থেকে কলকাতা-গামী অ্যালায়েন্স এয়ারের একটি বিমান। এরপর বিমানটি নিরাপদে গুয়াহাটি বিমানবন্দরে ফিরে আসে এবং এই ঘটনার ফলে ওই বিমানের যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Flight

এই বিষয়ে অ্যালায়েন্স এয়ারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ''আজ  গুয়াহাটি থেকে কলকাতা-গামী ৯I৭৫৬ নম্বরের ফ্লাইটটি মাঝ আকাশে কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। এরপর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রমিত নিরাপত্তা প্রোটোকল মেনে পাইলট বিমানটি ফের গুয়াহাটি বিমানবন্দরে ফিরিয়ে আনেন। বিমানের সকল যাত্রীদের ইতিমধ্যেই নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং তাদের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।''