/anm-bengali/media/media_files/hHGR4m766fntVoVotMtK.jpg)
নিজস্ব সংবাদদাতা: বুধবার নাকি বৃহস্পতিবার? কোজাগরী পূর্ণিমা তিথি এবার কবে পড়েছে এই নিয়ে বাঙালির চিন্তা শেষ হচ্ছে না। কোজাগরী পূর্ণিমায় মূলত রাত জেগে দেবীর পুজো করার চল রয়েছে। তিথি অনুযায়ী কখন করা যাবে লক্ষ্মীপুজো? দেখে নিন এখানেই।
এবারের লক্ষ্মীপুজো নিয়ে বিভ্রান্তি মানুষের মনে। ১৬ এবং ১৭ অক্টোবর দুই দিনই পুজো করতে পারেন। গুপ্তপ্রেস পঞ্জিকা বলছে যে বুধবার সন্ধে ৭.৪২ মিনিট ৩৭ সেকেন্ডে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে যে বুধবার রাত ৮টা ৪১ মিনিটে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবে।
প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো ঘরে ঘরে হয়। এবার কোজাগরী পূর্ণিমা পুজো শুরু হবে ১৬ অক্টোবর রাত ৮.৪৫ মিনিটে আর পূর্ণিমা ছাড়বে ১৭ অক্টোবর ৪.৫০ মিনিটে। পূরাণ অনুযায়ী, কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো’। কথিত, লক্ষ্মীমাতা এই রাতে পরিক্রমা করেন এবং দেখেন কারা কারা তার আরাধনায় জেগে আছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us