Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/MWnA8JCEU5K11nA59X4f.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জাদেজা শেষ ওভারের পঞ্চম বলে ২ রান নেন। ১৯.৬ ওভারে নরকিয়ার বলে মহারাজের হাতে ধরা পড়েন জাদেজা। ২ বলে ২ রান করেন তিনি। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। সুতরাং, জিততে ১৭৭ রান দরকার দক্ষিণ আফ্রিকার। হার্দিক ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৫ রান করে নট-আউট থাকেন। নরকিয়া ৪ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us