মাঝ আকাশে ফের বিমান বিভ্রাট ! কৌশলগত ত্রুটির শিকার হল কোচি-আবু ধাবি ইন্ডিগো ফ্লাইট

ফের মাঝ আকাশে বিমান বিভ্রাট।

author-image
Debjit Biswas
New Update
Indigo 2000cd1a-427b-11ed-b0b0-fc99a9f59b01_1664733367367_1669995642906_1669995642906

নিজস্ব সংবাদদাতা : মাঝ আকাশে কিছু কৌশলগত ত্রুটির কারণে ফের কোচি বিমানবন্দরে ফিরে এল কোচি থেকে আবু ধাবিগামী ইন্ডিগোর একটি বিমান। এই বিষয়ে বিমান সংস্থা সূত্রে খবর, বিমানটি প্রায় দু'ঘণ্টারও বেশি সময় আকাশে থাকার পর এই ঘটনা ঘটে। ওই বিমানে ১৮০ জনের বেশি যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।

indigo flight edit .jpg

সূত্র অনুযায়ী, ফ্লাইট নম্বর ৬ই-১৪০৩ শুক্রবার রাত ১১.১০ মিনিটে কোচি থেকে আবু ধাবির উদ্দেশ্যে রওনা দেয় এবং শনিবার ১.৪৪ মিনিটে এটি ফিরে আসে। এরপর বিমানটি নিরাপদে কোচি বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং ফ্লাইট ডিউটি টাইমের নিয়ম অনুযায়ী, অন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়।