New Update
/anm-bengali/media/media_files/Ze6PtbdMUcfbEAnfThCM.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: ছোট-বড় বিনিয়োগ (Investment) আজকাল অনেকেই করেন। কিন্তু যদি এমন কিছুর সন্ধান পাওয়া যায় যাতে প্রতি মাসে ভাল রিটার্ন (Return) আসে তাহলে? এমনই এক বিশ্বাসযোগ্য স্কিম (Scheme) হলো ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme)। প্রতি মাসে ৬০০০ টাকা বিনিয়োগ করে ৬০ বছর বয়সের পরে ৫০ হাজার টাকা পেনশন (Pension) পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিদিন ২০০ টাকা আপনাকে এই স্কিমে বিনিয়োগ করতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us