বাম্পার রিটার্ন! আপনার টাকা হবে দ্বিগুণ

পোস্ট অফিসের অনেক ধরণের স্কিম রয়েছে। তার মধ্যে এবার একটা স্কিমে টাকা হবে দ্বিগুণ। জানতে ক্লিক করুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পোস্ট অফিস পরিচালিত এমন অনেক প্রকল্প রয়েছে যেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন এবং গ্যারান্টি পাবেন। তাই বহু বছর ধরে পোস্ট অফিস ভারতের সবথেকে নিরাপদ সঞ্চয় করার মাধ্যম হয়ে উঠেছে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে কৃষকদের নামে পরিচালিত সরকারি ডাকঘর প্রকল্প কিষান বিকাশপত্রসহ অন্যান্য কয়েকটি সেভিংস স্কিমে সুদের হার বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই সুদের হার ৭.২ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭.৫ শতাংশ করা হয়েছে। অর্থাত্‍ এই মুহূর্তে আপনার টাকা আরো দ্রুত দ্বিগুণ হয়ে যেতে পারে। 

এই প্রকল্পটি মূলত কৃষকদের জন্যই তৈরি করা হয়েছে যার নূন্যতম বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। তবে এই প্রকল্পে বিনিয়োগের সর্বোচ্চ সীমা এখনও পর্যন্ত নেই। আগে এই জমা করা অর্থ দ্বিগুণ করতে ১২০ মাস সময় লাগলেও এখন মাত্র ১১৫ মাস সময় লাগবে সেটা দ্বিগুণ করতে। তবে ১১৫ মাস পরে আপনি ২০ লক্ষ টাকা পাবেন। চক্রবৃদ্ধি হারে এই প্রকল্পে সুদ অফার করা হয়। এই প্রকল্প মাত্র ১ হাজার টাকা দিয়ে খোলা যাবে। 

rectify impact.jpg