Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/l2eJdMEGIqzrbUYlnaNU.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: BSNL ১৫১৫ টাকার রিচার্জ প্ল্যান এনেছে যা আপনার গোটা বছরের রিচার্জের চিন্তা দূর করবে। আপনার প্রতি মাসে মাত্র খরচ হবে ১২৬ টাকা। এই প্ল্যানের বৈধতা ১ বছর থাকবে। প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডাটা পাবেন। অর্থাত্ আপনি বছরে ৭২০ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। প্রতিদিন ১০০ টি এসএমএস ফ্রি। আপনার প্রতিদিনের ২ জিবি ডাটা শেষ হয়ে গেলে ৪০ kbps গতিতে ইন্টারনেট চালাতে পারবেন। এটা পাচ্ছেন ফ্রি। প্রতিমাসে রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে গেলে এই প্ল্যান বেস্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us