জম্মু ও কাশ্মীরে কিষ্ৎওয়ারকে নির্বাচিত করা হলো ‘আস্পিরেশনাল এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে ‘পিএম ধান ধান্য কৃষি যোজনা’র আওতায় নতুন উদ্যোগ।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এক টুইটে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ অনুযায়ী দেশের ১০০টি জেলা ‘আস্পিরেশনাল এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট’ হিসেবে গড়ে তোলার প্রকল্পে জম্মু ও কাশ্মীরের কিষ্ৎওয়ার জেলা নির্বাচিত হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ‘পিএম ধান ধান্য কৃষি যোজনা’ (PMDDKY)-এর আওতায়।

মন্ত্রী কৃষি শিবরাজ সিং চৌহানকে ধন্যবাদ জানিয়ে জিতেন্দ্র সিংহ বলেছেন, “এই উদ্যোগ কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে এবং কৃষি উদ্যোক্তা ও স্টার্টআপদের উৎসাহিত করবে। দীর্ঘ কয়েক দশক ধরে যেসব সরকার এই অঞ্চলকে উপেক্ষা করেছে, সেখানে এবার কৃষির উন্নয়নের সুযোগ তৈরি হবে।” তিনি আরও উল্লেখ করেছেন, ভদ্রওয়াহ থেকে শুরু হওয়া বহুল প্রশংসিত ‘পার্পল রেভলিউশন’-এর পর এই প্রকল্প প্রাক্তন ডোডা জেলার জন্য আরেকটি বড় কৃষি বিপ্লবের সম্ভাবনা তৈরি করবে।