BREAKING: সমাজে একঘরে করা উচিত ! রেভন্থ রেড্ডি ও রাহুল গান্ধীকে চরম আক্রমণ করলেন কিষান রেড্ডি

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানা রাজ্যের বিজেপি সভাপতি জি কিষান রেড্ডি ?

author-image
Debjit Biswas
New Update
gkishanredyy1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার সেনাবাহিনী নিয়ে মন্তব্য করার জন্য রাহুল গান্ধী ও রেভন্থ রেড্ডিকে চরম আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানা রাজ্যের বিজেপি সভাপতি জি  কিষান রেড্ডি। তিনি বলেন,''দিল্লি থেকে বড় মিঞা রাহুল গান্ধী আর হায়দ্রাবাদ থেকে ছোট মিঞা রেভন্ত রেড্ডি আজ সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করছেন। ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা একেবারেই উচিত নয়। পাকিস্তান পর্যন্ত এখনও রাফালে ভেঙে ফেলার দাবি করেনি, অথচ এই দুজন করেছে। এই দুই নেতাকে সমাজে একঘরে করা উচিত।”

revanth1