BREAKING: পাক অধিকৃত কাশ্মীরকে (POK) কংগ্রেসই পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ! এবার কংগ্রেসকে নিশানা করলেন হেভিওয়েট বিজেপি নেতা

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানা বিজেপি সভাপতি জি কিষান রেড্ডি ?

author-image
Debjit Biswas
New Update
1gkishan.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পাক অধিকৃত কাশ্মীর (POK) প্রসঙ্গে ফের একবার কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানা বিজেপি সভাপতি জি কিষান রেড্ডি। তিনি বলেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের পর আইএসআই (ISI) নেটওয়ার্ক পুরোপুরি নির্মূল হয়েছে। এক সময় সারা দেশে সন্ত্রাসী হামলা হত, আর আমরা শুধু মোমবাতি জ্বালিয়ে নিজেদের ভাগ্য মেনে নিতাম। এখন আমরা ব্রহ্মস মিসাইল জ্বালাই, আর পাকিস্তানে হামলা চালাই। আর সবচেয়ে বড় কথা পাক অধিকৃত কাশ্মীরকে (POK) কংগ্রেসই তো পাকিস্তানের হাতে তুলে দিয়েছে।”

rahul6