BREAKING: ভারত এগিয়ে চলেছে, এটাই কংগ্রেসের যাবতীয় কষ্টের কারণ ! ফের একবার কংগ্রেসকে দুষলেন কিরেণ রিজিজু

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ?

author-image
Debjit Biswas
New Update
kiren ri.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকারের গত ১১ বছরের কাজের ভূয়সী প্রশংসা করতে গিয়ে, ফের একবার কংগ্রেসকে দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি বলেন,''গত ১১ বছরে এত কাজ হয়েছে, যে সমস্ত প্রকল্পের নাম গুনে বলাও  মুশকিল। আমরা এখন সব দিক থেকে আত্মনির্ভরতার এক নতুন পথে এগোচ্ছি। আমাদের রপ্তানি বিপুল হারে বেড়েছে এবং বর্তমানে তা ৮০০ বিলিয়ন ডলারেরও বেশি।” এরপর তিনি বলেন,''আমি যখন নতুন মন্ত্রী হয়েছিলাম, তখন আমরা প্রায় সব কিছুই আমদানি করতাম। তখন আমাদের রপ্তানি ৫০ বিলিয়ন ডলারেও পৌঁছাতো না। এখন ভারত এগিয়ে চলেছে, আর এটাই কংগ্রেসের যাবতীয় কষ্টের কারণ।”

Kiren Rijijuq1.jpg