‘ইন্ডিয়া’ শেষ করে দিচ্ছে ভারতকে’: কিরণ রিজিজু

ডিএমকে সাংসদের বিতর্কিত মন্তব্য নিয়ে কড়া মনোভাব পেশ করলেন কিরণ রিজিজু।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg - 2023-12-06T152203.691 (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ডিএমকে সাংসদের 'গৌমূত্র' বিতর্কিত মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে সাংসদকে। এবার তা নিয়ে কড়া মন্তব্য করলেন কিরণ রিজিজু।

কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, “ইন্ডিয়া জোট দেশকে বিভক্ত করতে ব্যস্ত। দেশ কীভাবে এটি অনুমোদন করবে? মোদীজি একটি অখন্ড ভারত, শক্তিশালী ভারতের ডাক দিচ্ছেন। দেশ মোদীজির পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস এবং তার সহযোগীরা বলছে যে দক্ষিণ ও উত্তর আলাদা। কংগ্রেস এমন লোকদের সঙ্গে দাঁড়িয়েছে। তারা কীভাবে দেশের সেবা করতে পারে?”

 

hiren