এটি বেসরকারি সংস্থার অভ্যন্তরীণ সংকট ! বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু, জাতীয় বিমান চলাচলের ভাবমূর্তি রক্ষা হয়েছে

কি জানালেন বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু ?

author-image
Debjit Biswas
New Update
Ram Mohan Naidu Kinjarapu1.jpg


নিজস্ব সংবাদদাতা : ইন্ডিগোতে (IndiGo) সৃষ্ট বড় আকারের ফ্লাইট বিপর্যয় প্রসঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এই পরিস্থিতিকে একটি বেসরকারি বিমান সংস্থার অভ্যন্তরীণ সংকট হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি একইসঙ্গে দাবি করেছেন যে, দেশের অন্যান্য বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলি সফলভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং ভারতের বিমান চলাচল ক্ষেত্রের 'ব্র্যান্ড ইমেজ' রক্ষা করেছে।

মন্ত্রী কিঞ্জারাপু স্পষ্ট করে বলেন যে, ইন্ডিগোর এই সঙ্কট তাদের ক্রু ম্যানেজমেন্ট এবং অন্যান্য অভ্যন্তরীণ সমস্যার ফল। তবে অন্যান্য বিমান সংস্থাগুলি এবং বিমানবন্দরের ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

Ram Mohan Naidu Kinjarapu3.jpg

তিনি বলেন,"এটি একটি বেসরকারি বিমান সংস্থার অভ্যন্তরীণ সঙ্কট। জাতীয় বিমান চলাচল ক্ষেত্র তা ভালোভাবে সামলেছে। অন্যান্য বিমান সংস্থা ভালো সহযোগিতা দেখিয়েছে।"