/anm-bengali/media/media_files/dMg5XkLTwC0gnSVrnILX.jpg)
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু IndiGo-র সাম্প্রতিক সংকট নিয়ে কথা বলার সময় ভারতীয় বিমান চলাচল ক্ষেত্রের গত এক দশকের অভূতপূর্ব সম্প্রসারণের বিষয়টি তুলে ধরলেন। তিনি এই বিশাল বৃদ্ধির কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টিকে দিয়েছেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মোদির দৃষ্টিভঙ্গির কারণে গত ১০ বছরে দেশের বিমান চলাচল ক্ষেত্র ব্যাপক প্রসার লাভ করেছে। এই সময়কালে পরিকাঠামো এবং পরিষেবা—উভয় ক্ষেত্রেই বড় পরিবর্তন এসেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/24/indigo-2025-11-24-19-36-25.png)
তিনি বলেন,"গত ১০ বছরে, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির অধীনে, বিমান চলাচল ক্ষেত্র ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। ২০১৪ সালে বিমানবন্দরের সংখ্যা ৭৪টি ছিল, যা আজ বেড়ে ১৬৪টিতে দাঁড়িয়েছে।"
VIDEO | Union Civil Aviation Minister Ram Mohan Naidu Kinjarapu speaking to DD News on the IndiGo crisis says, "Over the last 10 years, under the vision of the Prime Minister, the aviation sector expanded greatly. The number of airports increased from 74 in 2014 to 164 today. We… pic.twitter.com/VxfvrZf2ic
— Press Trust of India (@PTI_News) December 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us