খিচুড়ি কেলেঙ্কারি: EOW এর নজরে এবার শিবসেনা ঘনিষ্ঠরা

খিচুড়ি কেলেঙ্কারি মামলায় আগস্ট এবং সেপ্টেম্বর মাসেও জেরার মুখে পড়েছিলেন শিবসেনা ঘনিষ্ঠরা।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সাথে যুক্ত অমল কীর্তিকার এবং আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী সুরজ চ্যাবনকে তলব করেছে। উভয়কেই তদন্তের জন্য ২৫ নভেম্বর EOW-তে হাজির হতে বলা হয়েছিল। জানা গিয়েছে অমল শিন্দে গোষ্ঠীর সঙ্গে যুক্ত সাংসদ গজানন কীর্তিকরের ছেলে অমল কীর্তিকার।

hiren

 সূত্র মারফত জানা গিয়েছে, আজ ২৫ নভেম্বর, সুরজ চ্যাভান এবং অমল কীর্তিকার ইওডব্লিউ অফিসে পৌঁছেছেন। এক্ষেত্রে উল্লেখ্য যে, কোভিড চলাকালীন দেশব্যাপী লকডাউন ঘোষণার পর CSMT, বান্দ্রা টার্মিনাস এবং লোকমান্য তিলক টার্মিনাস থেকে অভিবাসী শ্রমিকদের জন্য খিচুড়ি বিতরণ করা হয়েছিল। তবে মুম্বাই পুলিশ সন্দেহ করছিল যে পর্যাপ্ত পরিমাণ খিচুড়ি সেই সময় বিতরণ করা হয়নি। 

hiring.jpg