শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে খাড়গে ও রাহুল গান্ধী

শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে স্যার গঙ্গারাম হাসপাতালে খাড়গে ও রাহুল গান্ধী।

author-image
Aniket
New Update
GxgHJBcWQAA_Ltz

নিজস্ব সংবাদদাতা: দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

তাঁরা শিবু সোরেনের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তাঁর পুত্র ও বর্তমান ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সান্ত্বনা দেন।

দীর্ঘ অসুস্থতার পর আজ সকালে প্রয়াত হন শিবু সোরেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।