/anm-bengali/media/media_files/hNbfp4KEMv0WMticyvBG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের বিষয়ে এদিন মন্তব্য করতে গিয়ে কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খড়গে কালাবুরাগী থেকেই বলেন, “যথাযথই বিজেপি তাদের হাইকমান্ডের কাছে সব কিছুর জন্য কান্নাকাটি করে। তারা হয় রাজ্যপাল বা প্রধানমন্ত্রীর কাছে যায়। আমি বিজেপি সাংসদকে জিজ্ঞাসা করতে চাই, রাজ্যের ওয়াকফ ডিপার্টমেন্ট কি তালাবদ্ধ ছিল? তাদের শাসন আমলে তারা কতগুলো মন্দিরকে রক্ষা করেছে? আমরা আমাদের সরকারে থাকা কালীন কৃষকের সম্পত্তি রক্ষা করেছি। তাঁদের কোনও আইডিয়া আছে যে কীভাবে এই সিস্টেম কাজ করে? তারা শুধু এই সব নিয়ে রাজনীতি করতে জানে। তেজস্বী সূর্যের অভিপ্রায় কী, তিনি এখনই বিজয়পুরের কৃষকদের সাহায্য করতে চান। কিন্তু আমার তা মনে হয় না। তাঁর অভিপ্রায় অন্য কিছু”।
#WATCH | Kalaburagi: On BJP MP Tejasvi Surya, Karnataka Minister Priyank Kharge says, "...As usual BJP goes crying to their high command for everything. They either go to the Governor or the Prime Minister. I would like to ask the BJP MP, during the tenure, was the State Waqf… pic.twitter.com/GXuzWXcDY6
— ANI (@ANI) October 31, 2024
/anm-bengali/media/media_files/3DvHOLOEhAYMxqkrnsiX.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us