/anm-bengali/media/media_files/ufqu3Rd9c6wfajFZb2Kh.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বিরোধীদের তথ্য় হাতানোর ছক! হ্যাকিং! নজরদারি! সকাল থেকে একের পর এক অভিযোগ আসছে বিরোধী শিবিরের তরফে। কাঠগড়ায় মোদী সরকার। এবার মোদী সরকারকে ইন্ডিয়ার অর্থ বোঝালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, ''মোদী সরকারের একটাই স্লোগান- 'আদানি বাঁচাও, গণতন্ত্র ধ্বংস কর!' বিশেষ দ্রষ্টব্য, গোয়েন্দা দল প্রথমে 'পেগাসাস' ব্যবহার করে বিরোধী নেতা ও প্রতিষ্ঠানের তল্লাশি চালায়, এখন অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে স্নুপিং চলছে! ইন্ডিয়া মানে এমন হুমকিতে ভয় পাবে না দেশ।''
मोदी सरकार की एक ही रट - "अडानी बचाओ और लोकतंत्र मिटाओ !"
— Mallikarjun Kharge (@kharge) October 31, 2023
B जासूस पार्टी ने पहले 'पेगासस' का इस्तेमाल कर विपक्षी नेताओं व संस्थानों पर तांक-झाँक की, अब दूसरे कोई तंत्र से Snooping चालू है !
INDIA अर्थात भारत ऐसी धमकियों ने नहीं डरेगा !
/anm-bengali/media/post_attachments/uyKQn1m0zLOQepCinHYH.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us