ALERT! রাজ্যের চার জায়গায় জারি হয়ে গেল কমলা সতর্কতা

রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। তার মধ্যে রাজ্যের চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এখানেই শেষ নয়, বাকি জেলাগুলির জন্য রয়েছে হলুদ সতর্কতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
weather rainn.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কেরালার তিরুবন্তপুরম শহরে শুরু হয়েছে বৃষ্টি। তবে এর পাশাপাশি ভারতীয় আবহাওয়া দফতর জারি করেছে কমলা সতর্কতা। কেরালার চার জেলায় জারি করা হয়েছে এই সতর্কতা। এই জেলার মধ্যে রয়েছে তিরুবন্তপুরম, আলাপ্পুজা, কান্নুর এবং কাসারাগড়। অন্যান্য জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অর্থাৎ গোটা রাজ্যজুড়েই বৃষ্টির দাপট চলবে।

hire