নিজস্ব সংবাদদাতা: লোকসভা উপনির্বাচনে ওয়ানাডের এনডিএ প্রার্থী নব্যা হরিদাসের জয়কে চ্যালেঞ্জ করে দায়ের করা নির্বাচনী আবেদনে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নোটিশ জারি করেছে কেরালা হাইকোর্ট।
মনোনয়নপত্র দাখিলের সময় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ না করার অভিযোগে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার জয় বাতিলের জন্য নব্যা হরিদাস কেরালা হাইকোর্টে একটি আবেদন করেছিলেন।
/anm-bengali/media/post_attachments/public/incoming/c4u5i8/article68773484.ece/alternates/LANDSCAPE_1200/10107_19_10_2024_20_31_16_1_20TVWY_NDA_CADIDATE-775960.JPEG)