ব্রেকিংঃ রাজ্যপাল ও রাজভবনে নিরাপত্তা জোরদার করল কেন্দ্রীয় মন্ত্রক

কেরালার রাজ্যপালের বিরুদ্ধে কালো পতাকা দেখিয়েছে এসএফআই।

New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে কেরালা রাজ্য সরকারের দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। আজ (২৭ ডিসেম্বর) রাজ্যপাল যখন কোট্টারকারা সফরে গিয়েছিলেন, তখন কোল্লামে এসএফআই কর্মীরা আরও একবার তাঁকে কালো পতাকা দেখান। এতে রাজ্যপাল উত্তেজিত হয়ে পড়েন। তারা সরাসরি সড়কে অবস্থান কর্মসূচি পালন করে সরকারের ওপর হামলা চালায়। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যপাল আরিফ মহম্মদ খানের Z+ নিরাপত্তা বাড়িয়েছে।

কেরালা রাজভবনের জনসংযোগ কর্মকর্তারা জানিয়েছেন, কেরালা রাজ্য সরকার এবং রাজ্যপাল আরিফ মহম্মদ খানের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে সিআরপিএফের জেড + সুরক্ষা রাজ্যপাল এবং রাজভবন পর্যন্ত প্রসারিত করা হয়েছে। 

hire