সাত বছরের জেল, সঙ্গে মোটা জরিমানা, পদক্ষেপ নিচ্ছে প্রশাসন

কর্তব্যরত চিকিৎসকদের (Doctor) ওপর হামলাকারীদের সাত বছরের জেল ও জরিমানা হতে পারে।

author-image
Pritam Santra
17 May 2023
arrest police.jpg

নিজস্ব সংবাদদাতা: কর্তব্যরত চিকিৎসকদের (Doctor) ওপর হামলাকারীদের সাত বছরের জেল ও জরিমানা হতে পারে। জানা গিয়েছে, রোগীর পরিবারের দ্বারা হাসপাতালের কর্মীদের উপর ক্রমাগত হামলার প্রতিবাদে ডাক্তারদের ধর্মঘটের জেরে কেরালায় (Kerala) একটি নতুন অর্ডিন্যান্স পাস করা হয়েছে। অর্ডিন্যান্সে বলা হয়েছে, 'যারা হাসপাতালের চিকিৎসক বা কর্মীদের প্রতি সহিংস আচরণ করবে, তাদের সর্বোচ্চ সাত বছরের জেল ও জরিমানা হতে পারে। হাজতবাসের সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদ ছয় মাস।'