/anm-bengali/media/media_files/I6ES3KgriB7tSdPWpHef.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের একবার নতুন বছর শুরুর আগে চোখ রাঙাতে শুরু করেছে করোনা। এবার ফের একবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট। দেশে প্রভাব ফেলতে শুরু করেছে সেই নতুন ভ্যারিয়েন্ট। ফলে রাজ্য গুলিকে সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যেই সামনে এল কেরালার ভয়ঙ্কর পরিস্থিতি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে দেখানো হয়েছে, কেরালায় গতকাল COVID-19-এর ২৯২ টি নতুন অ্যাকটিভ কেস সামনে এসেছে। আর করোনার জন্যে ৩ জনের মৃত্যুর খবরও জানা যাচ্ছে। এই নিয়ে রাজ্যে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৪১।
As per the Ministry of Health and Family Welfare, Kerala reported 292 new active cases of COVID-19 and 3 deaths yesterday. The total number of active cases in the state is 2041. pic.twitter.com/uwoG6Fx0Fj
— ANI (@ANI) December 20, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us