নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই বিরাট পদক্ষেপ নিতে চলেছে কেরালা সরকার। আজ কেরালার কোচিতে জেনাআই কনক্লেভে সেই নিয়ে বিশেষ বক্তব্য পেশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
/anm-bengali/media/media_files/2Hko3oHh7MoEdRo84cPT.jpg)
তিনি বলেছেন, “কেরালার সমস্ত শিক্ষককে এআই প্রশিক্ষণ দেওয়া হবে, যা আমাদের দেশের প্রথম রাজ্য হিসাবে এই ঈর্ষণীয় মাইলফলক অর্জন করবে।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)