/anm-bengali/media/media_files/f1t1OfWUkOjTvYRnRDET.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সমস্ত বিরোধী দল পাটনায় মিলিত হয় বৈঠকে। 'নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব এবং অন্যরা সবাই দিবাস্বপ্ন দেখছেন। আমরা দেখব তাঁদের জোট কতটা শক্তিশালী হবে। তাঁরা কোন রাজনৈতিক সুবিধা পাবেন না এবং এটা কতদিন চলবে সেটাও নিশ্চিত নয়', কটাক্ষ করলেন বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ। দিল্লির মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। বললেন, 'কেজরিওয়াল পালিয়েছে, দেখা যাক কী হয়'। এর আগে গতকাল সাংসদ বলেন যে সবাই নিজেকে প্রধানমন্ত্রীর প্রতিযোগী বলছেন।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই বিরোধী ঐক্য কাজ করতে শুরু করে দিয়েছে। গতকাল দেশের বিভিন্ন বিরোধী দলগুলি মিলিত হয়ে বিজেপিকে হারানোর রণকৌশল তৈরি করছে। তবে এই নিয়ে কালকের আগে থেকেই বারবার বিজেপি নেতারা আক্রমণ করে চলেছেন বিরোধী দলগুলিকে।
#WATCH | " Nitish Kumar, Lalu Prasad Yadav and all others are daydreaming. We will see how strong their (opposition) alliance will be...they are not going to get any political advantage and it is not even sure how long this will last. Kejriwal ran away, let's see what happens… pic.twitter.com/WnoggPA9K1
— ANI (@ANI) June 24, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us