জামিন তো পেলেনই না, উলটে জরিমানা হয়ে গেল কেজরিওয়ালের

আবেদনকারীর উপর ৭৫ হাজার টাকা খরচ আরোপও করা হয়েছে।

New Update
arvind kejriwall1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি হাইকোর্ট সমস্ত ফৌজদারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার নির্দেশনা চেয়ে করা পিআইএল খারিজ করেছে। একই সাথে আদালত আবেদনটি খারিজ করার সময় আবেদনকারীর উপর ৭৫ হাজার টাকা খরচ আরোপও করা হয়েছে।

দিল্লির ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আদেশ দেওয়ার সময় এদিন জানায়, এই আদালত উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে শুরু হওয়া একটি বিচারাধীন ফৌজদারি মামলায় অসাধারণ অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারে না। আদালত বলেছে, আদালতের বিচার বিভাগীয় আদেশের ভিত্তিতে কেউ হেফাজতে আছেন। সেই চ্যালেঞ্জের মামলা এখন রয়েছে সুপ্রিম কোর্টে। তিনি সেখানেও পদক্ষেপ নিচ্ছেন মুক্তি পাওয়ার বিষয়টি। আইন সবার জন্য সমান।

ARVINDD.WEBP

delhi highcourt1.jpg

Add 1