নিজস্ব সংবাদদাতা: নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক প্রার্থী, পারভেশ ভার্মা আজ কনট প্লেস এলাকায় 'কেজরিওয়াল কে পাপ' লেখা একটি বেলুন উড়িয়েছেন। এই মুহূর্তে দিল্লি উত্তপ্ত ভোটের আগে বিজেপি আর আপের পারস্পরিক দ্বন্দ্বে। তার মধ্যে 'যমুনার জলে বিষ' নিয়ে বিতর্কিত বয়ান দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।