নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, “আজ বিধানসভায় CAG রিপোর্ট পেশ করা হয়েছে। এরা (AAP) সেইসব লোক যারা স্বচ্ছতার কথা বলে ক্ষমতায় এসেছিল। আমরা দাবি করছি যে অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং জনসাধারণের কাছে এর উত্তর দিন”।
/anm-bengali/media/media_files/2025/02/16/qdYuQd20NhfLmhI2Jv02.JPG)