File Picture
নিজস্ব সংবাদদাতা: বিরোধীদের সমর্থিত উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে আপের অবস্থান কি? সেই প্রশ্নেরই উত্তর দিলেন আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, "আম আদমি পার্টি উপরাষ্ট্রপতি পদে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির প্রার্থীতাকে সমর্থন করেছে। আমরা নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেছি। বি সুদর্শন রেড্ডির জয় নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিচারপতি রেড্ডির একটি চিত্তাকর্ষক ক্যারিয়ার রয়েছে। তাঁর মতো একজন ব্যক্তি যদি দেশের উপরাষ্ট্রপতি হন, তাহলে উপরাষ্ট্রপতি পদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। আমি সকলকে তাঁকে সমর্থন করার জন্য অনুরোধ করছি"।
#WATCH | Delhi | AAP National Convenor Arvind Kejriwal says, "Aam Aadmi Party has supported the candidature of former Supreme Court judge B Sudarshan Reddy for the post of Vice President... We discussed the election strategy. We will do our best to ensure B Sudarshan Reddy wins.… pic.twitter.com/F4OFpyWm7L
— ANI (@ANI) August 21, 2025
/anm-bengali/media/post_attachments/59446b5d-236.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us