কেজরির জামিন সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে, চাপ বাড়ছে মুখ্যমন্ত্রীর

জামিন স্থগিত রাখার আদেশকে চ্যালেঞ্জ জানিয়েই করা হয়েছিল আবেদন৷

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
arvind kejriwall1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি শুরু করেছে ইতিমধ্যেই। দিল্লির আবগারি নীতি মামলায় দিল্লি হাইকোর্টের তাকে দেওয়া জামিন স্থগিত রাখার আদেশকে চ্যালেঞ্জ জানিয়েই করা হয়েছিল আবেদন৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রতিনিধিত্বকারী এএসজি এসভি রাজু সুপ্রিম কোর্টকে বলেছেন যে হাইকোর্টের আদেশ দু’এক দিনের মধ্যে আসবে।

সুপ্রিম কোর্ট বলেছে যে এটি এখন একটি আদেশ পাস করেছে, এই ইস্যুটির প্রাক বিচার হবে। এটি একটি অধস্তন আদালত নয়, এটি একটি হাইকোর্টের নির্দেশ, তাই তা বিচার করে দেখা হবে, এমনটাই বলেছে সুপ্রিম কোর্ট।

supremeecourt.jpg

Adddd