BREAKING: কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা ! দুই পাইলটের লাইসেন্স বাতিল

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ কেদারনাথ সেক্টরে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনার পর, চার ধাম যাত্রার জন্য আর্যন এভিয়েশনের সব ধরনের হেলিকপ্টার পরিষেবা তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। এই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারে ছিলেন পাঁচজন যাত্রী, এক শিশু এবং এক ত্রু সদস্য। আজ এমনটাই জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। এছাড়াও, ট্রান্সভারত এভিয়েশনের দুইটি হেলিকপ্টার—VT-TBC (পাইলট ক্যাপ্টেন যোগেশ গ্রেওয়াল) ও VT-TBF (পাইলট ক্যাপ্টেন জিতেন্দ্র হরজাই) এর ক্ষেত্রেও, একই ধরনের অনুপযুক্ত আবহাওয়ায় হেলিকপ্টার  চালানোর প্রমাণ পাওয়া গেছে। ফলস্বরূপ, এই দুই পাইলটের লাইসেন্স ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

Helicopter