New Update
/anm-bengali/media/media_files/Rtu5rQsczw2562cdZ4FQ.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার এক বড় ধরণের চমক দিল বিজেপি। কারণ এবার মহারাষ্ট্রের মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে-র উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কেদার যাদব। আজ বিজেপিতে যোগ দিয়েই ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন কেদার যাদব। তিনি বলেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকলাপে উৎসাহিত হয়েই আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি।''
/anm-bengali/media/media_files/2025/04/08/sCMTmyG4w221rA0nZJTk.jpeg)
কেদার যাদবের যোগদানে ব্যাপক উচ্ছসিত গেরুয়া শিবির। কেদার যাদবের এই পদক্ষেপকে অনেকেই মহারাষ্ট্রের আসন্ন রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে যথেষ্ট প্রভাবশালী হিসেবেই মনে করছেন।
#WATCH | Former Indian Cricketer Kedar Jadhav joins BJP in the presence of Maharashtra minister and state BJP chief Chandrashekhar Bawankule in Mumbai. pic.twitter.com/4reAKk7F1Y
— ANI (@ANI) April 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us