'কেসিআর-এর স্টিয়ারিং কংগ্রেসের হাতে', তেলেঙ্গনা নির্বাচন নিয়ে বড় খবর

তেলেঙ্গনা নির্বাচন নিয়ে বড় খবর জানা যাচ্ছে। 

author-image
Aniket
New Update
breakinganm



নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানা নির্বাচন উপলক্ষে ভাষণ দিতে গিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "চার চাকা এবং বিআরএস' 'গাড়ি'র স্টিয়ারিং কংগ্রেসের 'হাত' থেকে আলাদা নয়। এই উভয় দলই ধর্মের ভিত্তিতে তুষ্টিতে লিপ্ত হয়। দু’জনেই দুর্নীতি বাড়িয়েছেন। দুজনেই রাজবংশের প্রচার করেন। দুজনেই তৃপ্তিকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। যেখানেই এই দুই দল (ক্ষমতায়) থেকেছে, সেখানেই আইনশৃঙ্খলা নষ্ট হয়েছে। উভয় দলই দলিত ও বিসি সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শুধুমাত্র বিজেপিই প্রকৃতপক্ষে আদিবাসী সম্প্রদায় এবং এসসি সম্প্রদায়কে ক্ষমতায়ন করছে"।